TV

Monday, August 19, 2013

হারিয়ে যাব


  • হারিয়ে যাব যেদিন আমি পড়বে আমায় মনে
  • এক ফোটা জল আসতে দিও তোমার চোখের কোনে
  • সেদিন যতই ডাকো আমায় দেবো না আর সারা
  • হয়ে যাব নীল আকাশের ছোট্ট একটা তারা।


  • পুরনো সব সৃতি গুলো পড়বে যখন মনে
  • খুজবে তুমি তখন আমায় হাজার তারার পানে
  • যখন তুমি ডাকবে আমায় বাড়িয়ে দুই হাত
  • তখন আমার সাথী হবে শুধু একটি চাঁদ।


  • চাঁদ কে তখন বলবে তুমি নাঈম গেল কোথা ?
  • মুচকি হেসে বলবে সে চাঁদ তাকে খুজ না আর বৃথা
  • তোমায় যখন খুজেছে সে ঘুড়িয়ে নিয়েছ মুখ
  • এখন সে যে সুখেই আছে নেইকো তাহার দুখ।



No comments:

Post a Comment