- এই বৃষ্টি ভেজা রাতে
- থাকতে যদি তুমি আমার সাথে
- রাখতাম আমার হাত তোমারই হাতে
- দেখতাম ওই চাঁদ দূর অজানাতে।
- সৃতি গুলো করতাম মনে
- তুমি আর আমি মিলে
- দুঃখ গুলো নিতাম আমি
- সুখ গুলো দিতাম তোমার পাতে।
- মৃদু হাওয়া ভেসে এসে
- উরিয়ে দিত তোমার চুল
- চাঁদের আলোয় মুখটি দেখে
- হত আমার মন আকুল।
- আকাশ যতই হোক না কালো
- এখনও তোমায় বাসি ভালো
- রয়েছি তোমারও পথ চেয়ে
- জানি একদিন তুমি আসবে ফিরে।
No comments:
Post a Comment